Earn Money, Easy Way

Thursday, October 23, 2014

Types of Chart Trading

Chart Types 

ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য যে চার্ট ব্যবহার করা হয় তাকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়।

    >>line chart
    >>bar chart
    >>candlestick chat
ফরেক্স চার্ট সম্পর্কে ভাল করে জানার জন্য  ছবি সহ প্রতিটা চার্ট এর বিস্তারিত বিবরণ দেওয়া হল।

      LINE CHARTS:
line chart হচ্ছে একটা closing price থেকে আর একটা closing price এর মধ্যে যে লাইন চার্ট চইরি করা হয় । আমরা লাইন চার্ট এর মাধ্যমে একটা সময়ের মার্কেটের সাধারন movement জানতে পারি।
Chart types bangla forx school
ওপরের চার্ট দেখে বুঝতে পারতেছেন যে একটা সময় পর পর closing price এ লাইন তৈরি করেছে।
        BAR CHART:
bar chart line chart থাকে একটু complex . এই চার্ট মার্কেটের openingএবং  closing এর সাথে ওই সময়ের  high এবং low প্রকাশ করে থাকে। opening এবং closing price এর উপরের অংশে ওই সময়ের  high এবং নিচের অংশে low টা প্রকাশ করে। প্রতিটা লাইনের বাম দিকের দাগ দিয়ে opening price এবং ডান দিকের দাগ দিয়ে closing price বলে থাকে। নিচের ছবি দিয়ে বিষয়টি আর পরিস্কার করে দেওয়া হল ।
 chart types bangla forex school

আর প্রতিটার লাইন এর একটি ছবি দিয়ে দাগ এর উদাহরণ দেয়া হল। আশা করি কেউ একবার দেখলেই আর দেখতে হবে না।
chart types bangla forex school
>> open দিয়ে একটি সময়ের মার্কেট openins price দেখিয়ে থাকে।
>>  close দিয়ে ওই সময়ের মার্কেটের closing price বলে থাকে।
>> low দিয়ে ওই bar টির সবচেয়ে কম price indicate করে থাকে।
>> high টা মনে হয় না লিখলেও বলে দিতে পারবেন। তারপর ও বলি যে high দিয়ে কোন সময়ের এরটি barএর সবচেয়ে বেশী দাম দেখিয়ে থাকে। তবে স্বপ্নে নয় বাস্তবে সবচেয়ে বেশী যে দামে লেনদেন হয়ে থাকে সেইটাই high price।
        candlesticks chart :
candlestick chart কিছুটা bar chart এর মতই শুধু ওইটা virtical line আর এটা virtical line এর graphic format. Candlestick chart এ প্রতিটা লাইন এর large block( body) থাকে। sexy body না কিন্ত !! যা দেখে সবাই পাগল হয়। ওহ এই body হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের opening এবং closing price এর মধ্যে পার্থক্য। নিচে একটা ছবির মাধ্যমে বিষয়টি আর সহজ করে দিলাম।
 Chart types bangla forex school

Sexy body আর Forex body মধ্যে পার্থক্য কি বুঝছেন? Hamm আশা করি এতক্ষণে body র felling চলে গেছে। যেতেই হবে তা না হলে আবার ঘুম হবে না। আচ্ছা আসল কথায় আসি যে এখানে দুইতা vertical line দেওয়া হল একটি up অন্য টি down. সাদা রং-এর  যে body টি আছে সেইটা up আর অন্য যেইটা কালো body আছে ওটা down বুজায়। ওপরের চার্ট এ open close low high দিয়ে বুঝানো হল । আপনি চাইলে সাদা টাকে down ও বানাতে পারেন তবে এখন নয় আরও পরে। 
 

No comments:

Post a Comment