Currency Pairs
ফরেক্স সব সময় দুইটি মুদ্রা বিনিময় করা হয়। যখন আপনি currency exchange rate দেখবেন তার মানে ওই দুইটি মুদ্রার বর্তমান দাম প্রকাশ করা হয়। যেমন EUR/USD আর এর মানে হচ্ছে euro এবং dollar এর বর্তমান rate. নিচে ছবিতে একটি currency exchange rate এর ছবি দেওয়া হল।Base Currency and Quote Currency
কোন exchange rate এর প্রথম মুদ্রাকে বলা হয় base currency এবং শেষ মুদ্রাকে বলা হয় quote currency . আর এই মুদ্রাগুলোর মাঝে এভাবে ব্যবহার করে প্রকাশ করা হয়। যেমনঃ
Base currency এর মূল্য সব সময় ১ হয়ে থাকে যেমন ১ ইউরো, ১ ডলার, ১ পাউন্ড ইত্যাদি। আবার ক্রয় বিক্রয় এর সময়ও একই ভাবে ইউনিট বাহির করা হয় যেমন ১ ইউনিট base currency দিয়ে ## units quote currency কিনবেন। যদি base currency USD হয় তাহলে USDJPY এর 102.05 current price তে ১ quote মানে হচ্ছে ১ ডলার দিয়ে আপনি 102.05 কিনতে বা বিক্রি করতে পারবেন। আবার base currency যদি EUR হয় এবং EURUSD এর current price 1.3600 হয় তার মানে ১ ইউরো দিয়ে ১.৩৬০০ ডলার কিনতে বা বিক্রি করতে পারবেন।
একজন trader যদি কোন pairs তে ট্রেড করতে ইচ্ছা করে তাহলে যদি সে মনে করে যে তার base currency এর মূল্য quote currency এর বর্তমান থেকে বাড়বে তাহলে সে ওই base currency টি ক্রয় করলে লাভবান হবে আবার যদি সে মনে করে তার base currency এর মূল্য quote currency এর বর্তমান মূল্য থেকে কমবে তাহলে তাকে অবশ্যই quote currency টি কিনতে হবে বা base currency টি sell দিতে হবে। যেমন EUROUSD তে আপনি যদি মনে করেন যে euro তে কোন খারাফ news আসবে এবং নিউজ যদি আপনার আনাল্যসিস এর সাথে সঠিক হয় তাহলে মার্কেটে আপনি যদি euro এর বিপরিতে USD কিনে রাখেন তাহলে আপনার এই ট্রেড আপনাকে লাভবান করবে তবে মনে রাখতে হবে
Bid and Ask Prices
ফরেক্স মার্কেটে কোন মুদ্রা ক্রয় বিক্রয় করা হয় bid & ask price এর মাধ্যমে।Ask মানে হচ্ছে আপনি ওই দামে আপনার base currency ক্রয় করতে পারবেন/ quote currency বিক্রয় করতে পারবেন আবার Bid মানে হচ্ছে ওই দামে আপনি আপনার base currency বিক্রয় করা বা quote currency ক্রয় করতে পারবেন। আপনি সব সময় দেখবেন যে bid এবং ask দামের মধ্যে কিছু পার্থক্য থাকে। আর এই পার্থক্যকে বলা হয় spread. মানে spread = ask-bid. আমারা spread সম্পর্কে অন্য একটি অংশে জানব।
একজন নতুন trader হিসাবে আমাদের একটা বা দুইটা pairs নিয়ে ট্রেড করা উচিৎ। যদি আপনার নিজের অনেক confidence থাকে তাহলে আপনি আপনার পছন্দের মত pairs নিতে পারেন এমনকি যতগুলো সম্ভব তবে as a beginner আমরা বলি যে একটা pairs তেই ট্রেড করতে। তাহলে আপনি আস্তে আস্তে মার্কেট সম্পর্কে ধারনা নিতে পারবেন।
Major Pairs
সবচেয়ে বেশি ব্যবহৃত আটটি মুদ্রা (USD, EUR, JPY, GBP, CHF, CAD, NZD and AUD)কে বলা হয় Major currency. আর USD হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা এবং ফরেক্স মার্কেটে ৭০% এর বেশি অ্যাকাউন্ট USD তে হয়। নিচে Major pairs দের একটা চার্ট দেওয়া হল।উপরের চার্টে major pairs গুলোর একটি সংক্ষিপ্ত ধারনা দেওয়া আছে তবে সবার কিছুটা confusion থাকতে পারে Nickname নিয়ে কিন্তু মাঝে মাঝে আপনি ওই word গুলো পাবেন তাই ওই গুলো দেওয়া হল। যেমন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেমন cable, Oz, Kiwi যা beginner হিসাবে তা আমাদের জানা দরকার।
Why Are These Seven Major Pairs?
এই মুদ্রাগুলো বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই pairs গুলো গুরুত্বপূর্ণ এবং প্রতিদিন trillions এর বেশি volume ট্রেড হয়ে থাকে। একজন নতুন এবং ফরেক্স trader হিসাবে এই pairs গুলো সবচেয়ে নিরাপদ কারন এগুলোতে spread কম, সব সময় মার্কেটে liquidity থাকে।Spread সম্পর্কে বলতে গেলে spread হচ্ছে bid ও ask এর মধ্যকার পার্থক্য যা ব্রোকার নিয়ে থাকে আর এটাই হচ্ছে ব্রোকারদের profits. কেউ কেউ আবার direct মার্কেট price দিয়ে থাকে কিন্ত তার বদলে commission নিয়ে থাকে। সাধারণত major pairs গুলোতে spread 1 থেকে 3 pips এর মধ্যে হয়ে থাকে। যদিও মাঝে মাঝে 4 pips ও যেতে পারে। তবে এটা নির্ভর করে মার্কেটের liquidity এর উপর।
What Is The Importance Of These Seven Major Pairs?
এই সাতটি pairs একজন trader এর জন্য ট্রেডিং এ সবচেয়ে বেশি উপযোগী কারন ফরেক্স শিখার পর সাধারন ভাবে আপনি এগুলোতে ট্রেড করলে লাভবান হবার সম্ভাবনা আছে। অনলাইনে এই সাতটি pairs সম্পর্কে অনেক material পাবেন। daily ট্রেডিং এর জন্য সবচেয়ে বেশি উপযোগী(daily trading হচ্ছে একটি trading types)আপনি যদি এই সাতটি থেকে যেকোনো এক থেকে দুইটি pairs সম্পর্কে জেনে ট্রেড করা শুরু করেন আশা করি আপনি মার্কেট সম্পর্কে সঠিক ভাবে জানতে পারবেন পাশাপাশি ফরেক্স সম্পর্কে সঠিক ধারনা পাবেন। কারন ৯০% এর মত ফরেক্স ট্রেড এই সাতটি pairs এর মধ্যে হয়ে থাকে।
Minor Pairs (A Slight Distinction)
Major pairs থেকে কম ব্যবহৃত pairs গুলোকে এই pairs এর মধ্যে ফেলা হয়। যদিও trading volume এর উপর বিবেচনা করে (EUR/USD, USD/JPY, GBP/USD, USD/CHF) গুলোকে major pairs ধরে বাকি তিনটি (USD/CAD, AUD/USD, NZD/USD) minor pairs ধরা যায়। এই তিনটি pairs কে অনেকে commodity pairs বলে থাকে কারন এই তিনটি pairs এর economic বেশির ভাগ exporting commodity এর সাথে জড়িত।অন্য কিছু মুদ্রা যারা minors pairs এর অন্তর্ভুক্ত তাদের তিনটি নিচে দেওয়া হল।
Cross-Currency Pairs
ফরেক্স মার্কেটে USD হল সবার রাজা কিন্তু USD ছাড়া বাকি যে সাতটি মুদ্রা আছে এগুলোর pairs এ হল cross-currency pair তবে cross-currency pair,এর মধ্যে EUR, YEN, এবং Pound এর pairs গুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তবে major currency এর মত না হলেও প্রতিদিন অনেক বেশি transection হয়ে থাকে এই cross-currency pair গুলোতে। অনেকে এই cross-currency pair গুলোকে পছন্দ করে থাকে।Drawbacks to Trading The Crosses:
1. High Spreadমার্কেটে major pairs গুলোর মত তেমন liquidity থাকে না বলে এই cross-currency pair গুলোতে সাধারণত কিছু বেশি spread হয়ে থাকে। যেমন দেখুন EURNZD তে 7.5 pips এর মত spread ফলে আপনার এখান থেকে লাভ করতে কিছুটা কষ্ট বেশি হবে।
২। Less Technical
Major pairs গুলোর মত মার্কেট সম্পর্কে তেমন material পাওয়া যায় না তাই এই সব pairs গুলোতে ট্রেড করতে হলে নিজের analysis করে মার্কেট সম্পর্কে জানতে হয় যা একজন নতুন trader এর পক্ষে অনেক কষ্টকর।
Hello Everybody,
ReplyDeleteBelow is a list of the highest ranking forex brokers:
1. Most Recommended Forex Broker
2. eToro - $50 min. deposit.
Here is a list of the best forex instruments:
1. ForexTrendy - Recommended Probability Software.
2. EA Builder - Custom Strategies Autotrading.
3. Fast FX Profit - Secret Forex Strategy.
I hope you find these lists beneficial.