কিভাবে আপনি আপনার ব্রোকার নির্বাচন করবেন
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আগেই বলেছি আপনাকে একটি ব্রোকার ঠিক করতে হবে যেখানে আপনি আপনার ট্রেড বসাবেন তবে ফরেক্স মার্কেটে সব ব্রোকার ভাল না অনেক ব্রোকার আছে যারা ট্রেডারদের টাকা মারার জন্য ব্রোকার ওপেন করে রেখেছে তবে এগুলোকে ব্রোকার না বলে trap বলা ভাল কারন অরা তো সত্যিকারের ব্রোকার না। তাই সঠিক ভাবে আপনি আপনার ব্রোকার নির্বাচন করতে হবে যাতে করে ব্রোকার আপনার কষ্টের টাকা না মেরে দেয়। মাজে মাজে অনেক ওয়েবসাইটে দেখি যে অনেকে বলে থাকে ওনাদের টাকা দিচ্ছে না ব্রোকার এজন্য বলব যে সঠিক ভাবে ব্রোকার নির্বাচন করলে এমনটা আর হত না। তবে সব কিছু সবসময় আমাদের মাথায় কাজ নাও করতে পারে। তাই ব্রোকার নির্বাচনের ক্ষেত্রে আগে সবাইকে আমরা নিচে ৭ টি দিক দেখে নেবার জন্য জন্য অনুরুধ করব।
১। Security(নিরাপত্তা)একটি ভাল ব্রোকারের সবচেয়ে প্রথম এবং সবথেকে বেশি দেখার বিষয় হল ওই ব্রোকারের নিরাপত্তা। কারন নিরাপত্তা ছাড়া আপনি কিভাবে আপনার ডলার invest করবেন? তবে ফরেক্স মার্কেটে আপনি ট্রেড এর জন্য আপনার ব্রোকার টি যাচাই করে নিবে। ফরেক্স মার্কেটে এসব নিরাপত্তার জন্য বিশ্বে অনেক Regulatory agencies আছে। যারা মূলত ট্রেডারদের নিরাপত্তার জন্য কাজ করে থাকে। নিচে কয়েকটি দেশের regulatory agencies দেওয়া হল।
> United States : National Futures Association (NFA) এবং Commodity Futures Trading Commission (CFTC)
> United Kingdom: Financial Conduct Authority (FCA) and Prudential Regulation Authority (PRA)
- > Australia: Australian Securities and Investment Commission (ASIC)
- >Switzerland: Swiss Federal Banking Commission (SFBC)
- >Germany: Bundesanstalt für Finanzdienstleistungsaufsicht (BaFIN)
- >France: Autorité des Marchés Financiers (AMF)
আপনি কোন ব্রোকারে ট্রেড করবেন ঠিক করে থাকলে আগে ওই ব্রোকারটি কোন কোন regulated টা দেখে নিবেন এবং ব্রোকারদের ওয়েবসাইট যে liecinge নাম্বার দেওয়া আছে টা আপনি ওই regulator ওয়েবসাইট দেখে নিবেন ব্রোকারকি সঠিক দিয়েছে নাকি ভুল দিয়ে রেখেছে।
২। Transaction cost (ট্রেডিং খরচ)
আপনি কোন ট্রেড করতে হলে আগে আপনাকে জানতে হবে ওই ব্রোকারের ট্রেডিং খরচ কেমন। কারন আপনি লাভ করলেন কিন্ত আপনার লাভ যদি সব চলে যায় ট্রেডিং খরচ দিতে দিতে তাহলে তো আপনার লাভ থাকবে না। আপনি এখানে ট্রেডিং খরচ বলতে Spread এর কথা বলছি কারন ব্রোকাররা আপনার ট্রেড এর বিপরিতে আপনার ট্রেডিং খরচ হিসাবে আপনার থেকে spread কাটবে। তবে ফরেক্স মার্কেটের leading ব্রোকারগুলো ২-৩ পিপ্স spread হয়ে থাকে।
৩। Deposit এবং withdrawal
আপনি কোন ব্রোকার ঠিক করার আগে আপনাকে জানতে হবে ওই ব্রোকারটি কি কি উপায়ে ট্রেডারদের টাকা নিয়ে থাকে । মানে আপনি যে ট্রেড করবেন তাহলে ওনারা আপনার payment gateway দিয়ে ট্রেড করতে দিবে কিনা। আপনি এখানে payment gateway বলতে বুঝাচ্ছি যেমন Moneybookers, Neteller , debit or credit card আরও অনেক আছে। তবে আপনি কোন ব্রোকার বাছাই করার আগে এগুলো দেখে নিয়ে তার পর আপনার ব্রোকারদের নির্বাচনে চিন্তা করবেন।
৪। Trading Platform
ফরেক্স মার্কেটটি একটি অনলিনে মার্কেট এখানে ট্রেড করার জন্য আপনি অনেক ধরনের software পাবেন যার মাধ্যমে আপনি আপনার মার্কেটে ট্রেড বসাবেন । তাই আপনি কোন ব্রোকার নির্বাচন করার আগে ওই ব্রোকার কি কি platform দিয়ে ট্রেড করতে দেয় তা দেখে নিতে হবে। ফরেক্স মার্কেটে Metatrader 4, Metatrader 5 সবচেয়ে বেশি জনপ্রিয় সফটওয়্যার এবং বেশির ভাব মানুষ এই দুইটি সফটওয়্যার ব্যবহার করে থাকে তাই আমাদের মতে আপনি ও এই দুইটি সফটওয়্যার এর মধ্যে যেকোনো একটি ব্যবহার করলে বেশি উপকৃত হবেন। তাই আপনার ব্রোকার কি কি সফটওয়্যার ব্যবহার করে তা জেনে নিবেন।
৫। Execution/ performance
এটি একটি ব্রোকারের জন্য অনেক বড় একটি বিষয় কারন আপনি জানেন যে ফরেক্স মার্কেটে প্রতি second তে অনেক বড় পরিবর্তন হতে পারে তাই আপনাকে জানতে হবে আপনার ব্রোকার সঠিক সময়ে ট্রেড বসাতে পারে কিনা মানে আপনি একটি ত্ত্রেদ দিলেন ব্রোকার বসাতে পারল না বা অনেক সময় হয় আপনি বসালেন এক জায়গায় মার্কেটের কারনে বস্ল অন্য জায়গায় তাহলে হবে না। তাই আপনি আপনার ব্রোকারের Under normal market condition(Liquidity , Important news) গুলো ভাল করে দেখে নিবেন।
৬। customer service
আপনার ব্রোকার সব দিকে ভাল কিন্ত সঠিক সময়ে service দেয় না তাহলে কি হবে? তাই আপনার ব্রোকারদের customer support কেমন দেয় তা জেনে নিবেন তবে আমাদের মতে আপনি চাইলে ওনাদের সাথে কথা বলে নিতে পারেন। বিশেষ করে ওনারা কেমন support দিয়ে থাকে।
৭। Reputation(সুনাম)
আপনি যে ব্রোকারে ট্রেড করবেন তা তো আপনি জানেন না কেমন তাই বিভিন্ন ওয়েবসাইট আপনি এদের সম্পর্কে জেনে নিবেন পরবেন ওনাদের কোন বাজে record আছে কিনা বা বিভিন্ন ট্রেডাররা ওদের ব্যপারে কেমন মন্তব্য করেছে যা আপনাকে একটি ব্রোকার পছন্দ করাতে অনেক বেশি হেল্প করবে। তবে সব দিকে ওনাদের কি ধরনের অবস্থান আছে তা সম্পর্কে জানতে হবে যদি আপনি ওই ব্রোকারের মধ্যে trade করতে চান।
তারপরও বলি আপনি অনেক ভাল ব্রোকার পছন্দ করলেন কিন্তু ওই ব্রোকারটি কোন কারনে আপনার টাকা আতকিয়ে দিয়েছে তাহলে কি করবেন প্রথমে আপনি ওই ব্রোকারের কাছে জানতে চাইবেন কেন আপনার টাকা ওনারা আটকিয়ে দিয়েছে। তবে একটি ভাল ব্রোকার সাধারণত কারও টাকা আটকায় না যদি না আপনি কোন ধরনের সমস্যা সৃষ্টি না করে থাকেন। তবে আমার নিজস্ব মতে সবাই দুইটি ব্রোকারে ট্রেড করা সবচেয়ে নিরাপদ কারন আপনার একটি ব্রোকারের সাথে সমস্যা হলেও অন্য একটি ব্রোকারের কারনে আপনার আর্থিক তেমন ক্ষতি হবে না। আমি জানি এই কথাটি একটু গভীর কিন্ত আমি বলছি না যে আপনার ব্রোকার খারাপ কিন্তু হতে পারে আপনার কোন কারনে আপনার টাকা আটকিয়ে দিল বা দিল না তখন কি করবেন তাই দুইটি ব্রোকারে ট্রেড করা আমার মতে সবথেকে উত্তম।
No comments:
Post a Comment