একটি নতুন ব্যবসায় শুরু করলে আপনার অনেক কিছু লাগবে যেমন অফিস , অনেক টাকা, কর্মচারী আরও কত কি। তার পর প্রতিদিন সকালে অফিস এ আস বিকালে বাসায় যাও আবার মাঝে মাঝে রাতেও কাজ কর। তবে এই দিক থেকে ফরেক্স অনেক ভাল কিছুই লাগে না, শুধু লাগে নিজের মেধা আর মার্কেটে টিকে থাকার জন্য কিছু টাকা।
ফরেক্স করতে হলে আপনার একটি কম্পিউটার এবং একটি ইন্টারনেট লাইন দরকার আর কিছুই নয়(কিছু টাকা তো লাগবেই)। তবে ইন্টারনেট স্পীড অনেক কম হলেও কোন প্রব্লেম নাই ফরেক্স ট্রেডিং সফটওয়্যার গুলোতে প্রতি second এ ২-৩ কেবি স্পীড আপনি দিতে পারলেই হবে, শুধু নেট লাগবে তবে লাইন যাতে একটু পর পর ছেড়ে না দেয়। নিচে ফরেক্স শিখার ধাপ গুলো দিলাম।
>> প্রথমে ফরেক্স কি জানতে হবে এবং নিয়মিত ফরেক্স স্কুল থেকে শিখতে হবে।
>> কিছু শিখার পর আপনি একটি demo অ্যাকাউন্ট ওপেন করবেন যা দিয়ে virtual ট্রেড করতে পারবেন।
>> demo তে ট্রেড করে কিছু শিখে real account তে ট্রেড করা(ছোট lots )
>> Equip Yourself With Cutting Edge Tools And Systems.
>> কিছু common mistake গুলো avoid করুন।
>> আপনার নিজের confidence +trading history এর উপর বিবেচনা করে invest করেন।
১ প্রথমে ফরেক্স কি জানতে হবে এবং নিয়মিত ফরেক্স স্কুল থেকে শিখতে হবে:
প্রথমে বলব যে আপনি ফরেক্স এর basic গুলো জানেন কিভাবে ফরেক্স করে বা ফরেক্স কি সর্বোপরি মার্কেট সম্পর্কে জানেন। এখানে আপনি ফরেক্স সম্পর্কে সব ধরনের ধারনা পাবেন কোথায়ও যদি কিছু বুঝতে না পারেন তাহলে reply করে তা বুঝার চেষ্টা করেন। আমার মতে প্রথনে আপনি ফরেক্স সম্পর্কে ধারনা নিবেন।
আপনি আপনার ফরেক্স শিখা শুধু আমাদের ওয়েবসাইটে সব পাবেন তা কিন্তু নয় আমাদের চিন্তার বাহিরে অনেক কিছু আছে যা আপনি শিখতে পারেন তবে চাইলে আপনার চিন্তা ধারা আমাদের সাথে share করলে আমরা আপনার কথাগুলো review করে সবার জন্য publish করে দিব।
প্রথমে আপনি ফরেক্স কি বা কিছু শব্দ জানেন যা আপনার ফরেক্স করতে সব সময় কাজে দিবে যেমন lots, margin leverage, profit, pips আর basic কিছু আছে যা সবার দরকারি।
২ একটি ডেমো অ্যাকাউন্ট ওপেন করে ট্রেড করা শুরু করেনঃ
ফরেক্স এর basic জানার পর ফরেক্স ব্রোকারে একটি ডেমো অ্যাকাউন্ট করেন যা দিয়ে আপনি ট্রেড করবেন তবে ডেমো অ্যাকাউন্ট দেখতে real account এর মত। কিন্ত real account ে আপনি নিজে invest করে ট্রেড করতে হবে কিন্তু demo account তে আপনাকে ব্রোকার 1000-unlimited virtual dollar দিবে যা দিয়ে ট্রেড সিখবেন, তবে মনে করবেন না যে ওই টাকা দিয়ে বাড়ি কিনবেন...। ওইটা virtual ডলার real না ট্রেড শিখার জন্য আপনি ওই dollar ব্যবহার করতে পারবেন।যাই হোক ডেমো অ্যাকাউন্ট ওপেন করে কিছু ট্রেড করা শিখেন পাশাপাশি আমাদের এই স্কুল এর ডাটা গুলো পরে নিজের ট্রেড এর সাথে কাজে লাগান। আশা করি কিছু দিন পর মার্কেট সম্পর্কে অনেক জেনে যাবেন কিন্তু আমার একটা ছোট request “a little learning is a dangerous things ” সুতরাং আশা করি আপনার ডেমো ট্রেড এর সাথে সাথে আমাদের স্কুল পুরোপুরি শেষ হয়ে যাবে। পাশাপাশি আপনি আরও অনেক সাইট থেকে জানবেন।
৩ demo তেট্রেড করে কিছু শিখে real account তেট্রেড করা(ছোটlots ):
Demo account e ট্রেড করার পর আপনি যখন দেখবেন যে আপনি profit করতে পারতেছেন then মার্কেট সম্পর্কে ধারনা হয়ে গেছে ,তখন আপনি ফরেক্সে ট্রেড করার জন্য একটা real account ওপেন করবেন যাতে আপনি আপনার নিজের টাকা দিয়ে ট্রেড করবেন। তবে আমার মতে আপনার প্রথম deposit 5 dollar এর উপর হয়া দরকার নেই কারন demo থেকে real এ এশে আপনি ডেমো এর মত ট্রেড করতে পারেন তাই ৫ ডলার দিয়ে আপনার মার্কেট সম্পর্কে নিজের ধারনা যাচাই করেন ।
Real ট্রেড এ এসে আপনি প্রথমে লাভ করতে পারেন আবার লস ও করতে পারেন তবে সব নির্ভর করবে আপনার শিখা+ ভাগ্য এর উপর তবে যদিও সবাই আমার এই কথায় বিশ্বাসী হবে না তবে আপনার ৫ ডলার লস আপনাকে মার্কেট সম্পর্কে অনেক কিছু সিখাবে যা আপনি ডেমো তে ১ বছর ট্রেড করলেও শিখতে পারবেন না।
Real তে ট্রেড করলে আপনার কোন ট্রেড লস হলে তা নিয়ে আপনি চিন্তা করেন কেন লস হল কি কারনে মার্কেট উল্টো দিকে গেছে। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে যাবেন যদি আপনি সঠিক ভাবে মার্কেট জেনে থাকেন।
4 Equip Yourself With Cutting Edge Tools And Systems.
আপনি আপনার শিখার থেকে নিজে নিজে কিভাবে trad করলে লাভবান হবেন তা বাহির করা শুরু করতে থাকেন তবে আপনি চাইলে auto robot ও বানাতে পারেন তবে এ সব আপনার পরের ধারনা। এখন আপনার শিখা থেকে যে সব strategy পেয়েছেন ওই গুলো আস্তে আস্তে কাজে লাগিয়ে দেখুন কেমন কাজ করে আপনার ট্রেড এ। তবে কোন strategy যদি আপনার ট্রেড এ কাজে লাগাতে চান তাহলে আপনি প্রথমে ডেমো অ্যাকাউন্ট তে ব্যবহার করেন তার পর ভাল সুফল পেলে তা আপনার real ট্রেড এ ব্যবহার করেন(ছোট lots)।নিজের ট্রেড গুলো যাচাই করবেন কার সাথে শেয়ার করতে পারেন এমনকি অনাদের ট্রেড গুলো সম্পর্কে জানুন তাহলে আপনার নিজের ট্রেড এর সম্পর্কে ধারনা আর বাড়বে। আপনি আপনার ট্রেড এর পরিসংখ্যান দেখুন কেমন করে আপনি লাভ করেছেন তার সাথে সাথে বর্তমান সম্পর্কে জানুন।
5 Avoid Forex Trader's Common Mistakes.
সত্যি বলতে গেলে সবাই সব কিছু করতে পারে কিন্ত সবাই টিকে থাকতে পারে না, আর এটা হল ফরেক্স আপনি যখন দেখবেন যে সবাই লাভ করতেছে আর আপনি বসে আছেন এবং শুরু করলেই ট্রেড করতে এসব করলে আপনি কোন দিনেই লাভ করবেন না। সব সময় লস এ পরে থাকতে হবে। আমাদের ১০ টি common mistake সম্পর্কে Caution! Top Reasons for Failure দেওয়া আছে আশা করি সবাই পরে নিবেন।তবে তার পর ও বলি ফরেক্স মার্কেটে অনেকে অনেক ভাবে ট্রেড করে লাভ করে থাকে আর তা ভেবে আপনি উল্টা পাল্টা ট্রেড করবেন না pls আগে নিজে মার্কেট জানুন তার পর ট্রেড করেন আশা করি তাহলে আপনি লাভ করতে পারবেন।
৬ আপনারনিজেরconfidence +trading history এরউপরবিবেশনাকরেinvest করেন:
আশা করি আপনি এতদিনে ফরেক্স সম্পর্কে সব কিছু জেনে যাবেন তাই ওই সময় আপনার নিজের ফরেক্স সম্পর্কে যেমন ধারনা হবে তার পাশাপাশি আপনি নিজেই তখন বুজবেন যে কিবাবে কত টাকা দিয়ে আপনি ট্রেড বসাবেন। হয়ত তখন আমার আজকের লেখাগুলো হাসাতে পারে তবে এটা সত্যি যে আপনি ফরেক্স সঠিক ভাবে শিখলেই আমার আজকের লেখাগুলো সার্থক হবে।
তাই little learning ব্যপারে মনে হচ্ছে পুরোটাই লেখা উচিৎ
“”A little learning is a dangerous thing Drink deep or taste not the Pierian Spring Their shallow draughts intoxicate the brain, And drinking largely sobers us again - Alexander Pope””
এখন মূল কথায় আসি আপনি ফরেক্স সম্পর্কে সঠিক ভাবে জেনে তার পর ট্রেড করবেন i mean মূল ট্রেড যেখানে আপনি লাভ করার চিন্তা করেন। সফল হোক আপনার ফরেক্স শিখা + ফরেক্স এ লাভবান হন।
Hello Ya'll,
ReplyDeleteI've attached a list of the most recommended FOREX brokers:
1. Most Recommended Forex Broker
2. eToro - $50 minimum deposit.
Here is a list of money making forex instruments:
1. ForexTrendy - Recommended Probability Software.
2. EA Builder - Custom Strategies Autotrading.
3. Fast FX Profit - Secret Forex Strategy.
I hope you find these lists beneficial...